বনলতা সেন কবিতা - জীবনানন্দ দাশ | জীবনানন্দ দাশের কবিতা - বনলতা সেন কবিতার মূলভাব ও ব্যাখ্যা।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে 'বনলতা সেন কবিতা' - (জীবনানন্দ দাশের কবিতা) শেয়ার করেছি। এবং বনলতা সেন কবিতার মূলভাব, ব্যাখ্যা ও বহুনির্বাচনি প্রশ্নো শেয়ার করেছি এবং বনলতা সেন কবিতা বিশ্লেষণ করেছি।

বনলতা সেন কবিতা - জীবনানন্দ দাশ | জীবনানন্দ দাশের কবিতা - বনলতা সেন কবিতার মূলভাব ও ব্যাখ্যা।

“বনলতা সেন” বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় বাংলা কবিতা।”বনলতা সেন” কবিতার লেখক হলেন বিংশ শতাব্দীর আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ। বনলতা সেন মূলত রোম্যান্টিক গীত কবিতা হিসাবে প্রশংসিত হয়েছে।

বনলতা সেন কবিতা সম্পর্কে আজকের পোস্টটির মধ্যেমে যা যা জানতে পারবেন।

  • বনলতা সেন কবিতা।
  • জীবনানন্দ দাশের কবিতা।
  • বনলতা সেন কবিতার লেখক পরিচিতি - জীবনানন্দ দাশের কবি পরিচিতি।
  • বনলতা সেন কবিতার সারাংশ।
  • বনলতা সেন কবিতার মূলভাব।
  • বনলতা সেন কবিতার ব্যাখ্যা।
  • বনলতা সেন কবিতার বিশ্লেষণ।
  • বনলতা সেন কবিতার বিষয়বস্তু।
  • বনলতা সেন কবিতার বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

বনলতা সেন

-জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।


চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।


সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

কবি পরিচিতিঃ জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ

(১৮৯৯–১৯৫৪) 

জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) (৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। 

তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে ১৪টি উপন্যাস এবং ১০৮টি ছোটগল্প রচনা গ্রন্থ করেছেন যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। তাঁর জীবন কেটেছে চরম দারিদ্রের মধ্যে। বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র-পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত।

বনলতা সেন কবিতার সারাংশঃ

অনেক আবেগ আকাঙ্ক্ষা আকুলতা নিয়ে অন্বেষায় স্বপ্ন যখন ক্লান্ত, পথকে মনে হয়েছে দূরপ্রসারী, জীবনের চারিদিকে সফেন সমুদ্র উদবেল হয়ে উঠছে কিন্তু হাঁটার শেষ হয়নি – সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর পর্যন্ত — বিম্বিসার অশােকের ধূসর জগৎ পেরিয়ে সুদূর বিদর্ভ নগরে হালভাঙা দিশেহারা নাবিকের কল্প জগতের সন্ধানে, এমনই সময় মিলেছে দুদণ্ডের শান্তি – ‘পাখির নীড়ের মতাে চোখ তুলে বলেছে সে এতদিন কোথায় ছিলেন ? আতপ্ত হৃদয় অবশেষে দিনের শেষে, সন্ধ্যা নামে জোনাকি জ্বলে, সেই অন্ধকারে সব কাজ সেরে মুখােমুখি বসবার অবকাশ পায়।

বনলতা সেন কবিতার ব্যাখ্যাঃ

হাজার বছর ধরে পথ হাঁটিতেছি – হাজার বছর ধরে কোনাে মানুষের পক্ষে পথ হাঁটা সম্ভব নয়, তথাপি এ শব্দ গুচ্ছের ব্যঞ্জনায় সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত ব্যাপ্ত অন্তহীন পরিক্রমা বােঝাতে ব্যবহার করা হয়েছে। এটি বাস্তবের সত্য নয়, কবির অনুভবের সত্য। জীবনের সফেন সমুদ্র মন্থন করতে করতে এই অনন্ত যাত্রার জন্যই ক্লান্ত প্রাণ দুদণ্ডের শান্তি প্রত্যাশা করে। অন্বিষ্ট সেই অধরা ভাবের যদি মূর্ত প্রত্যক্ষ রূপ হয় বনলতা সেন, তার পক্ষেই সে শান্তির আশ্রয় দেওয়া সম্ভব।

আমি ক্লান্ত প্রাণ এক — ক্লান্তি ও মৃত্যুচেতনা জীবনানন্দের মতাে এ যুগের অনেক আধুনিক কবির অন্যতম প্রধান সুর। এই চেতনা অবশ্য সব সময় দৈহিক মৃত্যুকে কেন্দ্র করে জাগ্রত হয়নি। যুগের বন্ধ্যা রূপ, অচরিতার্থ জীবনের আকাঙ্ক্ষা থেকেই এর উৎসার। রবীন্দ্র-কবিভাবনায় রােমান্টিক হৃদয়াবেগ মানসী, মানসসুন্দরীর ভাব ব্যঞ্জনায় প্রকাশিত হত। আধুনিক কবিরা বস্তুবিশ্বে, ভাব ব্যঞ্জনার পরিবর্তে সব কিছুকেই শরীরী করতে চেয়েছেন, তাই জীবনানন্দও তাঁর কাব্যে প্রধানত বাস্তব সূত্রকে অবলম্বন করে তাকে প্রকাশ করেছেন। অন্তহীন পথ চলার শেষ নেই, তথাপি ক্লান্ত দেহমন-এর ভারাক্রান্ত রূপটি এ ছত্রে প্রকাশ পেয়েছে।

আমারে দুদণ্ড শান্তি দিয়েছেন নাটোরের বনলতা সেন

অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী- -এর ব্যাখ্যায় বলেছেন—“বিশেষ লক্ষ্য করতে হবে ‘দু-দণ্ড’ শব্দ বন্ধ। এই শান্তি ক্ষণকালীন, কারণ মানুষের যাত্রাপথে আশ্রয়, শান্তি ও স্থিতির ধ্রুব আশ্বাস নিয়ে কোনাে বনলতা সেনের আবির্ভাব ঘটেনি। ইতিহাসের কোনাে কোনাে সিদ্ধ লগ্নে চকিত-উদ্ভাসে হঠাৎ কখনও দেখা যায় তাকে, যেমন কবি দেখেছিলেন তাঁর বিশ্বাসী কৈশােরে, নাটোরের কোনাে এক বসন্তের ভােরে।”


সব পাখি ঘরে আসে – সব নদী ফুরায় – এ-জীবনের সব লেনদেন—সব নদী’ শব্দ যুগের সংকেত একটু ব্যাখ্যাসাপেক্ষ। দিনান্তে পাখির ঘরে ফেরা, তার শান্তি নীড়ে ফেরা। নদী ফুরায় জীবনের লেনদেন – অংশটির তাৎপর্য হল নদী ও মানুষের জীবন বস্তুত একটি প্রবহমান ধারা – জীবনের লেনদেন মিটিয়ে যেমন মানুষের জীবনাবসান, নদীও তার উৎস থেকে নিরন্তর চলার পর সে মহাসমুদ্রে তার চলার অবসান হয় অর্থাৎ সমুদ্রে লীন হয়ে নদী তার নিজস্বতা হারায়। মানুষও তার জীবনের সমস্ত কর্ম অবসানে, জীবনের সমস্ত দেনাপাওনা সেরে, নীল মৃত্যু উজাগর অন্ধকারে বিলীন হয়।


বনলতা সেন কবিতার মূলভাব ও বিশ্লেষণ

বনলতা সেন কবিতার মূলভাব ও বিশ্লেষণঃ কবিতাটির প্রথম স্তবকে হাজার বছর ব্যাপী ক্লান্তিকর এক ভ্রমণের কথা বলেছেন কবি : তিনি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে ঘুরে ফিরেছেন;- যার যাত্রাপথ সিংহল সমুদ্র থেকে মালয় সাগর অবধি পরিব্যাপ্ত। তার উপস্থিতি ছিল বিম্বিসার অশোকের জগতে যার স্মৃতি আজ ধূসর। এমনকী আরো দূরবর্তী বিদর্ভনগরেও স্বীয় উপস্থিতির কথা জানাচ্ছেন কবি। এই পরিব্যাপ্ত ভ্রমণ তাকে দিয়েছে অপরিসীম ক্লান্তি। এই ক্লান্তিময় অস্তিত্বের মধ্যে অল্প সময়ের জন্য শান্তির ঝলক নিয়ে উপস্থিত হয়েছিল বনলতা সেন নামের এক রমণী। কবি জানাচ্ছেন সে নাটোরের বনলতা সেন।

কবিতাটির দ্বিতীয় স্তবকে বনলতা সেনের আশ্চর্য নান্দনিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কবি। বনলতা সেনকে কবি প্রত্যক্ষ করেছেন অন্ধকারে। তার কেশরাজি সম্পর্কে কবি লিখেছেন : “চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা”; মুখায়ব প্রতীয়মান হয়েছে শ্রাবস্তীর কারুকার্যের মতো। বনলতাকে দেখে গভীর সমুদ্রে হাল-ভাঙ্গা জাহাজের দিশেহারা নাবিকের উদ্ধারলাভের অনুভূতি হয়েছে কবির, যেন একটি সবুজ ঘাসের দারূচিনি দ্বীপ সহসা ঐ নাবিকের দৃষ্টিগোচর হয়েছে। বনলতা সেনও তার পাখির নীড়ের মতো আশ্রয়ময় চোখ দুটি তুলে জানতে চেয়েছে, “এতদিন কোথায় ছিলেন?”

তৃতীয় স্তবকটি স্তগতোক্তির মতো মৃদু উচ্চারণে একটি স্বপ্ন-উণ্মোচনের কথা শোনা যায়। কবি জানাচ্ছেন (হেমন্তের) দিন শেষ হয়ে গেলে সন্ধ্যা আসে, ধীরে, ধীরলয়ে শিশিরপাতের টুপটাপ শব্দের মতো। তখন (দিনভর আকাশচারী) চিলের ডানা থেকে রোদের গন্ধ মুছে যায়। এ সময় পাখিদের ঘরে ফিরে আসার তাড়া; এসময় (যেন) সব নদীরও ঘরে ফেরার ব্যাকুলতা। পৃথিবীর সব আলো মুছে যায়; অন্ধকারে কেবল কয়েকটি জোনাকি জ্বলে। সারাদিনের জাগতিক সব লেনদেন সমাপ্ত হয়েছে; গল্পের পাণ্ডুলিপি তৈরি; তখন (কেবল) অন্ধকারে বনলতা সেনের মুখোমুখি বসে গল্প করার অবসর। 

বনলতা সেন কবিতার বহুনির্বাচনি প্রশ্নোত্তর | গুরুত্বপূর্ণ  বি. এ পাস ও অনার্স কম্পালসারি বাংলা শর্ট টাইপ প্রশ্নও উত্তর সেট

1. 'বনলতা সেন' কবিতাটিতে কয়টি স্তবক আছে?

        ( ক) ৩ টি 

        ( খ) ৫ টি

        ( গ) ৭ টি 

        ( ঘ) ১২ টি


উত্তরঃ  ( ক) ৩ টি 


2. জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতাটি কোন কাব্যগ্রন্থে আছে?

       ( ক) সােনার তরী

       ( খ) চিত্রা

       ( গ) রূপসী বাংলা

       ( ঘ) বনলতা সেন


উত্তরঃ ( ঘ) বনলতা সেন


3. সিগনেট প্রেস থেকে ‘বনলতা সেন' কাব্যগ্রন্থটি ছাপা হয়?

      ( ক) ১৯৫২ খ্রিঃ

      ( খ) ১৯৫০ খ্রিঃ

      ( গ) ১৯৫৪ খ্রিঃ

      ( ঘ) ১৯৪৪ খ্রিঃ


উত্তরঃ ( ক) ১৯৫২ খ্রিঃ


4. জীবনানন্দ দাশের মৃত্যু হয়?

( ক) কলকাতার শম্ভূুনাথ পণ্ডিত হাসপাতালে

( খ) কলকাতার নীলরতন সরকার হাসপাতালে

( গ) কলকাতা মেডিক্যাল কলেজে

( ঘ) কলকাতা পি.জি. হাসপাতালে


উত্তরঃ ( ক) কলকাতার শম্ভূুনাথ পণ্ডিত হাসপাতালে ২২ অক্টোবর ১৯৫২ খ্রিঃ রাত ১১.৩৫ মিনিট 


5. 'বনলতা সেন' কবিতার প্রথম চরণ বা লাইনটি কী?

( ক) আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা

( খ) পাখির নীড়ের মতাে চোখ তুলে নাটোরের বনলতা

( গ) থাকে শুধু অন্ধকার, মুখােমুখি বসিবার বনলতা

( ঘ) হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে


উত্তরঃ ( ঘ) হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে


6. জীবনানন্দ দাশের জন্মসন হল?

( ক) ১৭ ফেব্রুয়ারী, ১৮৯৯ খ্রিঃ

( খ) ২৭ অক্টোবর, ১৯৫৪ খ্রিঃ

( গ) ১৭ ফেব্রুয়ারী, ১৯৯৯ খ্রিঃ

( ঘ) ২২ অক্টোবর, ১৯২১ খ্রিঃ


উত্তরঃ ( ক) ১৭ ফেব্রুয়ারী, ১৮৯৯ খ্রিঃ ( বাংলা ৬ ফাল্গুন ১৩০৫ বঙ্গাব্দ )


 7. জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ প্রথম প্রকাশ হয়?

      ( ক) ১৯৪০ খ্রিঃ

      ( খ) ১৯৪২ খ্রিঃ

      ( গ) ১৯৫০ খ্রিঃ

      ( ঘ) ১৯২৭ খ্রিঃ


উত্তরঃ ( খ) ১৯৪২ খ্রিঃ


 8. জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?

    ( ক) কলকাতায়

    ( খ) বাংলাদেশ যশােরে

    ( গ) বাংলাদেশ ফরিদপুরে

    ( ঘ) বাংলাদেশ বরিশালে


উত্তরঃ ( ঘ) বাংলাদেশ বরিশালে


 9. জীবনানন্দ দাশের মৃত্যু হয় কীভাবে?

    ( ক) ম্যালেরিয়া রােগে

    ( খ) জাহাজডুবিতে

    ( গ) ট্রাম দুর্ঘটনায়

    ( ঘ) বিমান দুর্ঘটনায়


উত্তরঃ  ( গ) ট্রাম দুর্ঘটনায়


 10. বনলতা সেন জীবনানন্দ দাশের কে ছিল?

      ( ক) প্রেমিকা

      ( খ) কবিতায় কাল্পনিক নারী

      ( গ) প্রতিবেশিনী এক মহিলা

      ( ঘ) স্ত্ৰী


উত্তরঃ ( খ) কবিতায় কাল্পনিক নারী


 11. জীবনানন্দ দাশের মৃত্যুসন নিচের কোন তারিখ টি?

    ( ক) ২২ অক্টোবর, ১৯৫৪

    ( খ) ১৯ নভেম্বর, ১৯৫০

    ( গ) ১৭ ফেব্রুয়ারী, ১৮৯৯

    ( ঘ) ২২ অক্টোবর, ১৯৫৮


উত্তরঃ ( ক) ২২ অক্টোবর, ১৯৫৪


 12. বনলতা সেনের বাড়ি কবিতায় কোথায় রয়েছে বলে উল্লেখ আছে?

      ( ক) কলকাতায়

      ( খ) বরিশালে

      ( গ) নাটোরে

      ( ঘ) যশােরে


উত্তরঃ ( গ) নাটোরে


 13. 'বনলতা সেন' কবিতার শেষ চরণ কী?

( ক) পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়ােজন

( খ) হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে

( গ) চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

( ঘ) থাকে শুধু অন্ধকার, মুখােমুখি বসিবার বনলতা সেন


উত্তরঃ ( ঘ) থাকে শুধু অন্ধকার, মুখােমুখি বসিবার বনলতা সেন


 14. কবিকে কে দুদণ্ড শান্তি দিয়েছিল?

    ( ক) কবির স্ত্রী

    ( খ) বনলতা সেন

    ( গ) সিংহলের রানি

    ( ঘ) নাটোরের জমিদার


উত্তরঃ ( খ) বনলতা সেন


 15. 'বনলতা সেন' কবিতায় পাখির নীড়ের সঙ্গে কার তুলনা করা হয়েছে?

          ( ক) কবির নিজের চোখের 

          ( খ) কবির স্ত্রীর চোখের

          ( গ) বনলতা সেনের চোখের

 ( ঘ) সিংহল দ্বীপের এক সুন্দরী মেয়ের চোখে


উত্তরঃ ( গ) বনলতা সেনের চোখের


 16. 'বনলতা সেন’কবিতায় দুইজন প্রাচীন ভারতীয় ইতিহাসের ব্যক্তিত্বের নামের উল্লেখ আছে, তাদের নাম হল যথাক্রমে?

( ক) বিম্বিসার অশােক

( খ) বিম্বিসার চন্দ্রগুপ্ত

( গ) কৌটিল্য চন্দ্রগুপ্ত

( ঘ) হর্ষবর্ধন কণিক


উত্তরঃ ( ক) বিম্বিসার অশােক


 17. বনলতা সেনের চুলের তুলনা করা হয়েছে কোন প্রাচীন শহর বা প্রদেশের অন্ধকার রাত্রের সঙ্গে?

( ক) নাটোর

( খ) বিদর্ভ

( গ) শ্রাবস্তী

( ঘ) বিদিশা


উত্তরঃ ( ঘ) বিদিশা


 18. বনলতা সেনের মুখের শ্রীবৃদ্ধির সঙ্গে তুলনা করা হয়েছে ভারতের প্রাচীন কোন নগরীর?

( ক) বিদিশা

( খ) নাটোর

( গ) শ্রাবন্তী

( ঘ) মহাবলীপুরম


উত্তরঃ ( গ) শ্রাবন্তী


 19. দারুচিনি-দ্বীপ’- এর উল্লেখ আছে কোন কবিতায়?

     ( ক) এবার ফিরাও মােরে

     ( খ) বাবরের প্রার্থনা

     ( গ) সোনার তরী

     ( ঘ) বনলতা সেন


উত্তরঃ ( ঘ) বনলতা সেন


 20. ‘সিংহল সমুদ্র’ ও ‘মালয় সাগর’- এর উল্লেখ পাই কোন কবিতায়?

      ( ক) বনলতা সেন

      ( খ) বাবরের প্রার্থনা

      ( গ) বনলতা সেন

      ( ঘ) এবার ফিরাও মােরে


উত্তরঃ ( ক) বনলতা সেন


 21. সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় _______শূন্যস্থান পূরণ করো?

( ক) জীবনের সব চাওয়া পাওয়া

( খ) জীবনের সব আশা আকাঙ্ক্ষা

( গ) জীবনের সব লেনদেন

( ঘ) জীবনের সব হাসি কান্না


উত্তরঃ ( গ) জীবনের সব লেনদেন


 22. 'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে"- এর পরের লাইনটি কী?

( ক) সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

( খ) পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়ােজন

( গ) সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

( ঘ) অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশােকের ধূসর জগতে


উত্তরঃ ( গ) সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে


 23. নিচের চরণগুলি কবিতানুসারে পরপর সাজাতে হবে?

( ক) হাল ভেঙে যে নাবিক হারায়াছে দিশা ও

( খ) চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা 

( গ) সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর

( ঘ) মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পরে,


( ক) A B C D

( খ) B  D  A  C

( গ) C A B D

( ঘ) D B C A


উত্তরঃ ( খ)  B  D  A  C


 24. এতদিন কোথায় ছিলেন?' এই পংক্তিটি কোন কবিতায় আছে?

( ক) এবার ফিরাও মােরে

( খ) বনলতা সেন

( গ) বাবরের প্রার্থনা

( ঘ) সােনার তরী


উত্তরঃ ( খ) বনলতা সেন


 25. এতদিন কবি কোথায় ছিলেন?'— এ প্রশ্নটি কে করেছে?

       ( ক) কবি শঙ্খ ঘােষ

       ( খ) জীবনানন্দ দাশ

       ( গ) বনলতা সেন

       ( ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


উত্তরঃ ( গ) বনলতা সেন


 26.  'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’ কে হাজার বছর পৃথিবীর পথে হাঁটছে?

( ক) কবি নিজে

( খ) বনলতা সেন

( গ) রাজা অশােক

( ঘ) নামহীন কোনাে প্রেমিক নায়ক 


উত্তরঃ ( ঘ) নামহীন কোনাে প্রেমিক নায়ক


 27.  'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি’- হাজার বছর ধরে হাঁটা’ মানে?

( ক) এক হাজার বছর ধরে হাঁটা

( খ) যুগ যুগান্তর ধরে চলা

( গ) শুধু অতীতকালের পথ হাঁটা

( ঘ) কবি যতদিন জীবিত থাকবেন ততদিনই


উত্তরঃ ( খ) যুগ যুগান্তর ধরে চলা


 28. সে, 'এতদিন কোথায় ছিলেন ?' সে বলতে এখানে কাকে বােঝানাে হয়েছে?

( ক) হালভাঙা নাবিককে

( খ) নাচেরের জমিদারকে

( গ) বনলতা সেনকে

( ঘ) প্রেমিক নায়ক


উত্তরঃ ( গ) বনলতা সেনকে


 29. 'পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন'— এখানে পাখির নীড়ের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে?

( ক) সমুদ্রের সঙ্গে

( খ) নাটোরের

( গ) মাথার

( ঘ) চোখের


উত্তরঃ ( ঘ) চোখের


 30. 'চারিদিকে জীবনের সমুদ্র সফেন'— সমুদ্র সফেন’ কথার অর্থ কী?

( ক) সমুদ্রের মধ্যে

( খ) সমুদ্রের ফেনাযুক্ত ঢেউ

( গ) সমুদ্রের এক জাতীয় শেওলা

( ঘ) সমুদ্রের বরফ


উত্তরঃ ( খ) সমুদ্রের ফেনাযুক্ত ঢেউ


 31. পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়ােজন’ এখানে ‘পাণ্ডুলিপি’শব্দের অর্থ কী?

( ক) লেখালেখি

( খ) লিপি ধূসর বর্ণের হয়ে যাওয়া

( গ) পাণ্ডু ও লিপি নামে দুইজন নর-নারীর নাম

( ঘ) পাণ্ডব


উত্তরঃ ( ক) লেখালেখি


 32. বলেছে সে ‘এতদিন কোথায় ছিলেন?’ কে কাকে কথাটি বলেছে?

( ক) কবি বলেছে বনলতা সেনকে

( খ) দিশেহারা নাবিক বলেছে বনলতা সেনকে

( গ) নাটোরের এক যুবক বলেছে বনলতা সেনকে

( ঘ) বনলতা সেন বলেছে তার প্রেমিককে


উত্তরঃ ( ঘ) বনলতা সেন বলেছে তার প্রেমিককে


 33. 'ফুরায় এ জীবনের সব লেনদেন’ এখানে জীবনের সব লেনদেন’বলতে কী?

( ক) জীবনের সব আশা আকাঙ্ক্ষা ভালােবাসা প্রেম প্রীতি

( খ) জীবনের সব বিষয় আশয় টাকা পয়সা ধন সম্পত্তি হিসেব নিকেশ চাওয়া পাওয়া

( গ) জীবনের সব ঋণ যা ব্যাঙ্ক এবং মানুষের কাছ থেকে ধার নিয়েছিল

( ঘ) জীবনের সব দেওয়া নেওয়া অর্থাৎ যার কাছ থেকে যা নিয়েছিল এবং যাকে দিয়েছিল


উত্তরঃ ( খ) জীবনের সব বিষয় আশয় টাকা পয়সা ধন সম্পত্তি হিসেব নিকেশ চাওয়া পাওয়া





 34. হুমায়ুনের যে রােগটি হয়েছিল সেই রোগের নাম কি?

        ( ক) ক্ষয়রােগ

        ( খ) জ্বর

        ( গ) ম্যালেরিয়া

        ( ঘ) ডেঙ্গি


উত্তরঃ ( ক) ক্ষয়রােগ


 35. বাবরের প্রার্থনা কবিতাটি কোন কবির লেখা?

     ( ক) বাবরের

     ( খ) কাজী নজরুল ইসলামের

     ( গ) শঙ্খ ঘােষের

     ( ঘ) প্রেমেন্দ্র মিত্রের


উত্তরঃ ( গ) শঙ্খ ঘােষের


 36. বাবরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থে আছে?

        ( ক) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

        ( খ) বাবরের প্রার্থনা

        ( গ) দিনগুলি রাতগুলি

        ( ঘ) ধূম লেগেছে হৃৎকমলের


উত্তরঃ ( ক) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে


 37. বাবর কার জন্য দীর্ঘায়ু কামনা করেছেন?

        ( ক) আকবরের জন্য

        ( খ) স্ত্রীর জন্য

        ( গ) মেয়ের জন্য

        ( ঘ) হুমায়ুনের জন্য


উত্তরঃ ( ঘ) হুমায়ুনের জন্য


 38. শঙ্খ ঘােষ রবীন্দ্র পুরস্কার পান কোন কাব্যগ্রন্থের জন্য?

      ( ক) বাবরের প্রার্থনা

      ( খ) ধূম লেগেছে হৃদকমলে

      ( গ) শবের উপর শামিয়ানা

      ( ঘ) ধূম লেগেছে হৃদকমলে


উত্তরঃ ( খ) ধূম লেগেছে হৃদকমলে (১৯৮৯)


 39. 'বাবরের প্রার্থনা' কবিতাটির সঙ্গে পুরাণের কোন ঘটনার মিল পাওয়া যায়?

      ( ক) যতি ও পুরুর কাহিনী

      ( খ) পুরুরবা ও উর্বশী

      ( গ) সােম ও তারা

      ( ঘ) হর ও গৌরী


উত্তরঃ ( খ) পুরুরবা ও উর্বশী


 40. শঙ্খ ঘােষের জন্ম কত সালে?

     ( ক) ৬ ফেব্রুয়ারী, ১৯৪২

     ( খ) ১৫ ফেব্রুয়ারী, ১৯৫২

     ( গ) ৯ ফেব্রুয়ারী, ১৯৩২

     ( ঘ) ৬ ফেব্রুয়ারী, ১৯৩২


উত্তরঃ  ( ঘ) ৬ ফেব্রুয়ারী, ১৯৩২


 41. বনফুলের কোন গল্পের সঙ্গে আলােচ্য কবিতার মিল আছে?

         ( ক) তাজমহল

         ( খ) শাহাজাহান

         ( গ) আকবর

         ( ঘ) নিমগাছ


উত্তরঃ ( ক) তাজমহল


 42.‘বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?

      ( ক) ১৯৬৭ খ্রিঃ

      ( খ) ১৯৭৫ খ্রিঃ

      ( গ) ১৯৭৬ খ্রিঃ

      ( ঘ) ১৯৭৭ খ্রিঃ


উত্তরঃ  ( গ) ১৯৭৬ খ্রিঃ


 43. শঙ্খ ঘােষের কোন্ কাব্যগ্রন্থটি সাহিত্য আকাদেমি পুরস্কার পায়?

      ( ক) ধূম লেগেছে হৃৎকমলে

      ( খ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

      ( গ) তুমি তাে তেমন গৌরী নও

      ( ঘ) বাবরের প্রার্থনা


উত্তরঃ  ( ঘ) বাবরের প্রার্থনা (১৯৭৭ )


 44. শঙ্খ ঘােষ কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান?

            ( ক) ১৯৭৬ খ্রিঃ

            ( খ) ১৯৭২ খ্রিঃ

            ( গ) ১৯৭৭ খ্রিঃ

            ( ঘ) ১৯৯৯ খ্রিঃ


 উত্তরঃ ( গ) ১৯৭৭ খ্রিঃ


 45. বাবরের প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথের কোন গল্পের সঙ্গে মিল আছে?

       ( ক) কাবুলিওয়ালা

       ( খ) পােস্টমাস্টার

       ( গ) সুভা

       ( ঘ) কাবুলিওয়ালা


 উত্তরঃ ( ঘ) কাবুলিওয়ালা


 46. মধ্যযুগের কোন কবির কাব্যের সঙ্গে 'বাবরের প্রার্থনা’ কবিতাটির মিল আছে?

       ( ক) মনসামঙ্গল

       ( খ) চণ্ডীমঙ্গল

       ( গ) ধর্মমঙ্গল

       ( ঘ) অন্নদামঙ্গল


 উত্তরঃ  ( ঘ) অন্নদামঙ্গল


 47. রবীন্দ্রনাথের কোন কবিতার সঙ্গে আলােচ্য কবিতার মিল আছে?

        ( ক) বাঁশি 

        ( খ) এবার ফিরাও মােরে

        ( গ) বসুন্ধরা

        ( ঘ) ছেলেটি


উত্তরঃ  ( ক) বাঁশি 


 48. ইন্দ্রদেবের বজ্র  কোন মুনির হাড় দিয়ে তৈরী?

       ( ক) গৌতম

       ( খ) দধীচি

       ( গ) দুর্বাসা

       ( ঘ) অষ্টাবক্র


উত্তরঃ ( খ) দধীচি


 49. সন্তানের রােগকে মুক্ত করতে চান কে?

        ( ক) বাবর

        ( খ) শাজাহান

        ( গ) তৈমুর লঙ

        ( ঘ) জাহাঙ্গীর


উত্তরঃ ( ক) বাবর


 50. গোপন ক্ষয় মানে হল-এই কথাটির অর্থ কি?

       ( ক) অজানা ব্যাধি

       ( খ) কলেরা

       ( গ) জানা ব্যাধি

       ( ঘ) হাড় ক্ষয়ে যাওয়া


উত্তরঃ  ( ঘ) হাড় ক্ষয়ে যাওয়া


 51. হুমায়ুনের বয়সের কোন পর্বে অসুখ হয়েছিল?

         ( ক) শিশুকালে

         ( খ) প্রৌঢ় বয়সে

         ( গ) যৌবনকালে

         ( ঘ) কৈশাের কালে


উত্তরঃ ( গ) যৌবনকালে


 52. কার চোখের কোণে কালিমা পড়েছে?

        ( ক) বাবরের

        ( খ) আকবরের

        ( গ) হুমায়ুনের

        ( ঘ) জাহাঙ্গীর


উত্তরঃ ( গ) হুমায়ুনের


 53. শঙ্খ ঘােষ কোন গ্রন্থে নিজের বড় মেয়ের রােগের কথা বলেছেন?

          ( ক) কবিতার মুহূর্ত

          ( খ) ইছামতী

          ( গ) বাবরের প্রার্থনা

          ( ঘ) লাইনেই ছিলাম বাবা


উত্তরঃ ( ক) কবিতার মুহূর্ত


 54. 'বিষয়’ মানে-এখানে কি বোঝানো হয়েছে?

       ( ক) বিষাক্ত এবং বিষমুক্ত

       ( খ) শৃঙ্খলাবদ্ধ করা

       ( গ) বিষাক্ত করা

       ( ঘ) বিষমুক্ত করা


উত্তরঃ ( গ) বিষাক্ত করা


 55.‘বাবরের প্রার্থনা' কবিতাটির মধ্য দিয়ে যে চেতনা কাজ করেছে সেটি হল?

          ( ক) মেচেতনা

          ( খ) মৃত্যুচেতনা

          ( গ) জীবনচেতনা

          ( ঘ) প্রকৃতিচেতনা


উত্তরঃ ( গ) জীবনচেতনা


 56. এই কবিতাটির পেছনে কটি চরণ আছে?

           ( ক) ১ টি

           ( খ) ৩ টি

           ( গ) ২ টি

           ( ঘ) ৪ টি


উত্তরঃ ( গ) ২ টি


 57. বাবরের প্রার্থনা (১৯৭৭ ) কবিতাটির পেছনের প্রথম কারণটি হল?

       ( ক) জাহাঙ্গীরের রােগ

       ( খ) তৈমুর লঙের রােগ

       ( গ) বাবরের রােগ

       ( ঘ) বাবরের ছেলে হুমায়ুনের রােগ


উত্তরঃ ( ঘ) বাবরের ছেলে হুমায়ুনের রােগ


 58. কবিতাটির পেছনে দ্বিতীয় কারণটি হল?

    ( ক) কবির বড় মেয়ের ব্যাধি

    ( খ) স্বয়ং কবির বাবার ব্যাধি

    ( গ) স্বয়ং কবির ব্যাধি

    ( ঘ) কবির স্ত্রীর ব্যাধি


উত্তরঃ ( ক) কবির বড় মেয়ের ব্যাধি


 59. কবি ইতিহাস চেতনা ও জীবনচেতনার বাইরের যে ধারণাটি কাজ করেছে সেটি হল?

       ( ক) ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সুস্থ রাখা

       ( খ) অতীত জীবনকে রক্ষা করা

       ( গ) প্রাচীন ঐতিহ্যকে মূল্য দেওয়া 

       ( ঘ) আধুনিক জীবনকে ক্ষুন্ন করা


উত্তরঃ ( ক) ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সুস্থ রাখা


 60. হুমায়ুনের বাবার নাম হল?

     ( ক) তৈমুর লঙ

     ( খ) বখতিয়ার খিলজি

     ( গ) বাবর

     ( ঘ)  হুমায়ুন


উত্তরঃ ( গ) বাবর


 61. বাবরের ছেলের নাম হল?

      ( ক) হুমায়ুন

      ( খ) শাজাহান

      ( গ) জাহাঙ্গীর

      ( ঘ) হুমায়ুন


উত্তরঃ ( ঘ) হুমায়ুন


 62. পুড়িয়ে দেব সব _______হাড়? (শূন্যস্থান পূর্ণ করাে)

   ( ক) শক্ত

   ( খ) দধিচীর

   ( গ) কুষ্ঠ

   ( ঘ) হৃদয়


উত্তরঃ ( ঘ) হৃদয়


 63. আমার সন্ততি_________থাক? (শূন্যস্থান পূর্ণ করাে)

      ( ক) সুখে

      ( খ) ভালাে

      ( গ) আনন্দে

      ( ঘ) স্বপ্নে


উত্তরঃ ( ঘ) স্বপ্নে


 64. না কি এ _____আলাের ঝলসানি? (শূন্যস্থান পূর্ণ করাে)

   ( ক) দেবালয়ের

   ( খ) প্রাসাদের

   ( গ) রাজ দরবারের

   ( ঘ) প্রাসাদের


উত্তরঃ ( ঘ) প্রাসাদের


 65. ধ্বংস করে দাও আমাকে'— কথাটির বক্তা কে?

       ( ক) বাবর

       ( খ) কবি শঙ্খ ঘােষ

       ( গ) রবীন্দ্রনাথ

       ( ঘ) হুমায়ুন


উত্তরঃ  ( ক) বাবর


 66. 'আমার সন্ততি স্বপ্নে থাক’- এই চরণটি কোন্ কবিতায় আছে?

    ( ক) এবার ফিরাও মােরে

    ( খ) অন্নদামঙ্গল কাব্যে

    ( গ) বাবরের প্রার্থনা

    ( ঘ) আমার কৈফিয়ৎ


উত্তরঃ ( ক) বাবরের প্রার্থনা


 67.  'আমার সন্ততি স্বপ্নে থাক’– এখসেন 'স্বপ্নে থাক' কথাটির অর্থ কী?

     ( ক) স্বপ্ন দেখতেই থাকুক

     ( খ) স্বপ্ন দেখার পথে চলুক

     ( গ) ভালাে থাকুক, সুস্থ-সবল থাকুক

     ( ঘ) স্বপ্ন দেখেই সময় কাটাক


উত্তরঃ ( গ) ভালাে থাকুক, সুস্থ-সবল থাকুক


 68. কোথায় কুরে খায় গােপন ক্ষয়’ ‘গােপন ক্ষয়’- এর অর্থ কী?

( ক) কোনাে এক অজানা রােগ বা ব্যাধি 

( খ) গােপনে বা গুপ্তভাবে ক্ষয় হয়ে যাচ্ছে

( গ) গােপনে কোনাে অশ্লীল কুকর্ম করছে

( ঘ) গােপনে কারুর সঙ্গে অসৎ কর্মে লিপ্ত হয়েছে


উত্তরঃ ( ক) কোনাে এক অজানা রােগ বা ব্যাধি


 69. 'কোনােই ত্রাণ নেই ভবিষ্যের’– এখানে 'ভবিষ্যের’ শব্দের অর্থ কী?

        ( ক) ভবিষ্যতের কথা

        ( খ) আগামী দিনের কথা

        ( গ) ভবিষ্যৎ প্রজন্মের তথা আগামী প্রজন্মের

        ( ঘ) ভাব শিষ্যের


উত্তরঃ ( গ) ভবিষ্যৎ প্রজন্মের তথা আগামী প্রজন্মের


 70. 'আমার সন্ততি স্বপ্নে থাক’- সন্ততি' বলতে কাকে বােঝানাে হয়েছে?

      ( ক) সাধু-সন্তকে

      ( খ) বাবর-পুত্র হুমায়ুনকে

      ( গ) বাবরকে

      ( ঘ) সুখে-শান্তিতে

 

উত্তরঃ ( খ) বাবর-পুত্র হুমায়ুনকে


 71. 'বাবরের প্রার্থনা' কবিতায় বাবর কার জন্য প্রার্থনা করছেন?

      ( ক) বাবরের জন্য

      ( খ) প্রজাদের জন্য

      ( গ) যুদ্ধে যাতে জয়ী হতে পারে তার জন্য

      ( ঘ) পুত্র হুমায়ুনের জন্য


উত্তরঃ  ( ঘ) পুত্র হুমায়ুনের জন্য


 72. 'ধূসর শুন্যের আজান গান'-এখানে 'আজান গান' এর মানে কী?

( ক) নামাজ পড়া

( খ) অজানা গানের সুর

( গ) সঞ্জীবিত, উজ্জীবিত বা সতেজ হওয়ার গান

( ঘ) মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া


উত্তরঃ ( গ) সঞ্জীবিত, উজ্জীবিত ৰা সতেজ হওয়ার গান


 73. আসলে 'বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘােষের নিজের জীবনের ছবিও রয়েছে সে কথা আমরা কোথায় জানতে পাই?

( ক) কবি শঙ্খ ঘােষের কাছে

( খ) বাবরের জীবনীতে

( গ) শঙ্খ ঘােষের লেখা কবিতার মুহূর্ত' গ্রন্থে 

( ঘ) 'বাবরের প্রার্থনা' কবিতায়


উত্তরঃ ( গ) শঙ্খ ঘােষের লেখা কবিতার মুহূর্ত' গ্রন্থে


 74. শঙ্খ ঘােষ বাবরের প্রার্থনা কবিতায় অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের দুঃসহের কথা কেমনভাবে প্রকাশ করেছেন?

( ক) রােগে পীড়িত বাবর-পুত্র হুমায়ুনের প্রসঙ্গ টেনে, কবির নিজ বড়াে মেয়ের রােগে আক্রান্ত হওয়ার এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দুরবস্থা দেখে

( খ) বাবরের পুত্র হুমায়ুনের মৃত্যু শয্যায় শায়িত দেখে

( গ) বর্তমান রাজনৈতিক এবং সামাজিক জীবনের প্রচণ্ড অবক্ষয় দেখে

( ঘ) বর্তমান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা দেখে


উত্তরঃ ( ক) রােগে পীড়িত বাবর-পুত্র হুমায়ুনের প্রসঙ্গ টেনে, কবির নিজ বড়াে মেয়ের রােগে আক্রান্ত হওয়ার এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দুরবস্থা দেখে


 75. এই তাে জানু পেতে বসেছি,_____(শূন্যস্থান পূর্ণ করাে)

( ক) হে দয়াময়

( খ) পশ্চিম

( গ) আমি এখানে 

( ঘ) প্রান্তরে


উত্তরঃ  ( খ) পশ্চিম


 76. শঙ্খ ঘােষ রবীন্দ্র পুরস্কার পান কত সালে?

         ( ক) ১৯৭৭ খ্রিঃ

         ( খ) ১৯৯৯ খ্রিঃ

         ( গ) ১৯৮১ খ্রিঃ

         ( ঘ) ১৯৮৯ খ্রিঃ


উত্তরঃ  ( ঘ) ১৯৮৯ খ্রিঃ


 77. ‘বাবরের প্রার্থনা' কবিতায় ইতিহাসের কোন যুগের ছোঁয়া রয়েছে?

       ( ক) প্রাচীন যুগ

       ( খ) আধুনিক যুগ

       ( গ) মধ্যযুগ

       ( ঘ) কোন যুগেরই না


উত্তরঃ  ( গ) মধ্যযুগ


 78. বাবরের প্রার্থনা কবিতায় কোন ভারত সম্রাটের কথা রয়েছে?

( ক) ভারত সম্রাট বাবর

( খ) ভারত সম্রাট চন্দ্রগুপ্ত

( গ) ভারত সম্রাট অশােক

( ঘ) ভারত সম্রাট আকবর


উত্তরঃ ( ক) ভারত সম্রাট বাবর


79. 'বাবরের প্রার্থনা' কবিতার প্রথম লাইনটি কি?

        ( ক) ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর

        ( খ) আমার সন্ততি স্বপ্নে থাক

        ( গ) এই তাে জানু পেতে বসেছি, পশ্চিম

        ( ঘ) আজ বসন্তের শূন্য হাত


উত্তরঃ ( গ) এই তাে জানু পেতে বসেছি, পশ্চিম


80. 'বাবরের প্রার্থনা' কবিতার শেষ লাইনটি কি?

( ক) এই তাে জানু পেতে বসেছি, পশ্চিম 

( খ) কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন

( গ) ধ্বংস করে দাও আমাকে যদি চাও

( ঘ) আমার সন্ততি স্বপ্নে থাক


উত্তরঃ ( ঘ) আমার সন্ততি স্বপ্নে থাক


81. 'কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন’ – এই লাইনের পরের লাইন কী হবে?

     (ক) কোনােই ত্ৰাণ নেই ভবিষ্যের

     (খ) পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়

     (গ) কোথায় কুরে খায় গােপন ক্ষয়

     (ঘ) আমারই বর্বর জয়ের উল্লাসে


উত্তরঃ (গ) কোথায় কুরে খায় গােপন ক্ষয়

শেষ কথাঃ

'বনলতা সেন' কবিতাটি জীবনানন্দ দাশের লেখা। আজকে আপনাদের 'বনলতা সেন'  কবিতা শেয়ার করেছি এবং  'বনলতা সেনকবিতার মূলভাব, ব্যাখ্যা ও বিশ্লেষন করেছি।  এছাড়াও  'বনলতা সেন' কবিতার বহুনির্বাচনী প্রশ্ন শেয়ার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কোন কবিতা সম্পর্কে জানতে চাও বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেও। Shikhoit.com এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url