ইফতারের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ

আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা আজকের আরটিকেল আপনারা জানতে পারবেন ইফতারে দোয়া বাংলা উচ্চারণ, ইফতারের দোয়া, ইফতারে দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দীর্ঘ ১ মাস সিয়াম বা রোজা পালন করে থাকি। সিমাম পালনের জন্য আমাদের কিছু নিয়ম এবং দোয়া রয়েছে।  এর মধ্যে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ শেয়ার করেছি।  আপনারা অনেকই আরবি উচ্চারণ করতে পারবেন না তাদের কথা ভেবে ইফতারে দোয়া বাংলা উচ্চারণ শেয়ার করেছি।
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ

আরবিঃ 

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ 

ইফতারের দোয়া বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিজের মাধ্যমে ইফতার করেছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮) আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ইফতার করার ও রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।

শেষ কথাঃ ইফতারের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ

প্রিয় মুসলিম ভাইয়েরা আজকে আপনাদের ইফতারে দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ শেয়ার করেছি।  যাদের আরবি উচ্চারণ করতে পারবেন না বা উচ্চারণ করতে সমস্যা হয় তারা আজকের পোস্টটির মধ্যেমে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ করতে পারবেন। নিয়মিত ইসলামিক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন, ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url