ই-সিম কী? - যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে

ই-সিম কী? কোন কোন মোবাইল ফোনে ই-সিম ব্যবহার করা যাবে? তা নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। ই-সিম কী? যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে আপনাদের জেনে রাখা প্রয়োজন। কারন বর্তমান সময়ে আমাদের টেকনলজি উন্নত হতে চলেছে এবং সময়ে সাথে সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। সাধারণ সিমের মতো একেবারেই নয় ই-সিম। সাধারণ ফোনে প্লাস্টিক চিপের পরিবর্তে যেটি আপনি চাইলেই ফোন থেকে বের করতে পারেন, তেমনটা নয় ই-সিমে। এটি ফোনের ভেতরকারই একটি অংশ যা আপনি ফোন থেকে খুলে ফেলতে পারবেন না।

ই-সিম কী? - যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে
বিশ্বের বিভিন্ন দেশে ই-সিম চালু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের সকল দেশের ন্যায়ে বাংলাদেশও ই-সিম চালু হতে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ই-সিম কী? আজকে আপনাদের ই-সিম কী? যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে  তা আপনাদেরকে শেয়ার করবো। 

পোস্ট সূচিপত্রঃ ই-সিম কী? - যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে 

  • সিম কার্ড কী?
  • ই-সিম কী? 
  • বাংলাদেশ ই-সিম কবে চালু হবে
  • যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে
  • যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে না

সিম কার্ড কী?

ই-সিম কার্ড এর কার্যক্রম ভালোভাবে বুঝতে হলে আগে প্রচলিত সিম কার্ড সম্পর্কে জানতে হবে। একটি সিম সাধারণত ফোনের একটি স্পেশাল ট্রে তে ইনসার্ট করা থাকে। মূলত কোনো ক্যারিয়ার বা অপারেটর এটি সরবরাহ করে। এটি একটি ডিভাইসের ইউনিক সিরিয়াল নাম্বার, আইএমইআই, আইসিসিআইডি, অথেনটিকেশন কি, ডিভাইস পিন, এসএমএস, ইত্যাদি তথ্য সংরক্ষণ করে।
সিম কার্ড সাধারণত ছোট একটি প্লাস্টিকের কার্ড, যার এক কোণায় নচ থাকে। এছাড়াও একটি সোনালী দেখতে সার্কিট থাকে সিম কার্ডে যা মূলত সিমের মাদারবোর্ড ও এটি গুরুত্বপূর্ণ সকল তথ্য বহন করে। প্রতিটি সিমের একটি নাম্বার থাকে, যা রবি, জিপি এর মত ক্যারিয়ারসমূহ প্রদান করে। সিম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ব্যবহার সম্ভব।

ই-সিম কী?

সিম কি ও কিভাবে কাজ করে এর ধারণা তো আমরা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে ই-সিম কি? ই-সিম হলো এক নতুন ধরনের সিম প্রযুক্তি, যা প্রচলিত সিম ব্যবস্থাকে ঢেলে সাজাতে সক্ষম। তবে সিম এর মত ই-সিম রিমুভ করা যায়না, বা অন্য ফোনে প্রবেশ করানো যায়না। এটি সরাসরি ফোনের মধ্যে এমবেডেড, অর্থাৎ যুক্ত থাকে।
ই-সিম এর মধ্যে থাকা তথ্য রি-রাইটেবল, অর্থাৎ পরিবর্তনযোগ্য। এর অর্থ হলো সিম পরিবর্তন করা ছাড়া বা নতুন সিম ব্যবহার ছাড়াই অপারেটর পরিবর্তন করা যাবে ই-সিম ব্যবহার করে। ই-সিমের এমন সুবিধার ফলে অদূর ভবিষ্যতে প্রচলিত সিমের প্রয়োজন থাকবেনা। বর্তমানে ডুয়াল-সিম ফোনসমূহে অনেক ক্ষেত্রে সেকেন্ড সিম হিসেবে ই-সিম এর ব্যবহার শুরু হয়েছে।

যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে

বর্তমানে বিভিন্ন ধরনের স্মার্টফোনে যুক্ত করা হচ্ছে ই-সিম। এ তালিকায় রয়েছে যে সকল ফোন-
অ্যাপেল আইফোনের যেসকল মডেলে ই-সিম ব্যবহার করা যাবে। 
  • আইফোন এক্সএস
  • আইফোন এক্সএস ম্যাক্স
  • আইফোন এক্সআর, ১১
  • আইফোন ১১ প্রো 
  • আইফোন ১২
  • আইফোন ১২ প্রো
  • আইফোন ১২ প্রো ম্যাক্স
  • আইফোন ১৩
  • আইফোন ১৩ প্রো
  • আইফোন ১৩ প্রো ম্যাক্স
  • আইফোন ১৪
  • আইফোন ১৪ প্রো
  • আইফোন ১৪ প্রো ম্যাক্স
আইফোনের বাইরে গুগল পিক্সেল ২, ৩, ৩এ, ৪ মডেলেও যুক্ত করা হয়েছে এটি। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি ফোল্ড মডেল, মটোরোলা রেজর, স্যামসাং গ্যালাক্সি এস২০, এস২০ প্লাস মডেলে থাকছে ই-সিম। আধুনিক স্মার্টফোন গবেষকেরা জানিয়েছেন, ই-সিম মূলত ‘এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। এটি ছোট একটি ইলেকট্রনিক চিপ, যার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন কোনও সিম ছাড়াই প্রাথমিক নেটওয়ার্ক খুঁজে পাবেন। 

এই সিমে আলাদা কোনও সিম ট্রে থাকছে না। এটি বিল্ট-ইন অবস্থায় স্মার্টফোনেই থাকছে। নতুন ই-সিম যুক্ত করে গ্রাহক যখন নতুন স্মার্টফোন চালু করবেন, তখনই তিনি কোন নেটওয়ার্ক নিশ্চিত করবেন তা জানতে চাওয়া হয়। তখন ব্যবহারকারী যদি কোনো সিম ব্যবহারের কথা না জানাতে পারেন, তবে ই-সিম নির্বাচন করেই স্মার্টফোনটি সক্রিয় করা যাবে।

যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে না

ই-সিম সাধারণ সিমের মতো নয়। এটি ফোনের ভেতরকারই একটি অংশ যা আপনি ফোন থেকে খুলে ফেলতে পারবেন না। তাই সকল ফোনে এটি ব্যবহার করা যাবে না। অল্প কিছু মডেলে এটি ব্যবহার করা যাবে।  যেসকল মডেলে ব্যবহার করা যাবে উপরে দেওয়া হয়েছে।  এই সকল মডেলের বাইরে কোন ফোনে ই-মিস ব্যবহার করা যাবে না। 

বাংলাদেশ ই-সিম কবে চালু হবে

বর্তমানে বাংলাদেশে ই-সিম চালু হয়েছে।  সকল অপারেটরে চালু না হলেও গ্রামীণ সিমে এটি চালু করা হয়েছে।  আসতে আসতে সকল সিমে চালু হয়ে যাবে কিছু দিনের মধ্য। আপনি যদি গ্রামীণ সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে  বর্তমানে আপনি ই-সিম চাইলে ব্যবহার করতে পারেন। নিয়মিত তথ্য প্রযুক্তি বিষয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট শিখো আইটির সাথে থাকুন,ধন্যবাদ।

 নতুন আপডেট পেতে আমাদের গুগল     নিউজ ফলো করতে এখানে চাপুন  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url