Samsung Galaxy Watch 4 Classic Review In Bangla

স্যামসাং ওয়াচ হচ্ছে স্মার্ট ওয়াচ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড। স্যামসাং ওয়াচ গুলো খুবই ভালো পারফর্ম করে এবং একুরেট ইনফর্মেশন প্রদান করে। মোটামুটি সকল স্যামসাং ইউজাররাই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ গুলো ব্যবহার করে থাকে। স্যামসাং তাদের প্রোডাক্ট গুলো কে অনেক বৈশিষ্ট্য সম্পন্ন করে বাজারে শক্তিশালী হিসেবে পরিচিত করে। আজকে এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ চার্ বাংলা রিভিউ করব। এই ওয়াচটি খুবই ভালো ফিটনেস ওয়াচ। চলুন সম্পূর্ণ Samsung Smart Watch টি দেখে নিন। 

Samsung Galaxy Watch 4 Classic Review In Bangla 

Overview/ পরিদর্শন

স্যামসাং বর্তমানে কয়েকটি ওয়াচ বাজারে এনেছে। স্যামসাংয়ের সবগুলো আছি আপডেটেড। এই ওয়াচটি প্রথমবারের মতো স্যামসাং কোম্পানি তাদের Ware OS সফটওয়্যারটি নিয়ে তৈরি করেছে। এই ঘড়িটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেমেটিক ভাবে বিল্ড করা। এই ঘড়িটির মধ্যে দারুন কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। 
Samsung Galaxy Watch 4 Classic Review In Bangla

তবে এই ঘড়িটি আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে ব্যবহার করতে পারবেন না। যেকোনো এন্ড্রয়েড ইউজাররা এই ঘড়িটি মোবাইলে খুব দ্রুত কানেক্ট করতে পারবেন। এই ঘড়িটি বিশেষত্ব হচ্ছে খুব দারুণ ফিটনেস আউটপুট দেয়। কতটুকু হেঁটেছেন , আপনার ব্লাড প্রেসার , কত কয়টা বাজে স্মার্টওয়াচ সকল বিষয়ে এটিতে লক্ষনীয়। আইফোনে ব্যবহার করা যাবে না বলে এটি খুব হতাশাজনক ব্যাপার। এই ঘড়িটি স্যামসাংয়ের অন্যান্য ঘড়ির থেকে একটু ব্যতিক্রম। 

Specification/ স্পিসিফিকেশন

  • ডিসপ্লে                                   : ৪০ MM
  • প্রসেসর                                  : এক্সিনোস W৯২০
  • হার্ট রেট ক্যালকুলেশন         : আছে
  • সফটওয়্যার                            : Ware Os+ one ui wach
  • জিপিএস                                : আছে
  • সেন্সর                                     : স্যামসাং বায়ো অ্যাক্টিভ সেনসর
  • এল টি ই                                  : অপশনাল
  • কানেক্টিভিটি                          : ব্লুটুথ এবং এনএফসি এবং ওয়াইফাই।
  • ব্যাটারি লাইফ                         : ১৮ ঘন্টা
  • মেমোরি                                  : ১.৫ জিবি রেম ১৬ জিবি রম
  • স্মার্টফোন ক্যাপাবিলিটি         : অ্যান্ড্রয়েড সিক্স এর উপরে সকল ফোন
Samsung Galaxy Watch 4 Classic Review In Bangla

Price & Release Date/ মূল্য এবং মুক্তির তারিখ:

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4
দাম: ২৬,০০০ টাকা
2021 সালের আগস্ট মাসে মুক্তি পায়।

Reasons to buy/ কেন কিনবেন?

  • খুবই হালকা এবং ব্যালেন্স একটি ঘড়ি।
  • খুবই আকর্ষণীয় নকশা এবং স্লিম
  • অসাধারণ স্মার্ট ফিচারস
  • অসাধারণ এন্ড্রয়েড পারফরম্যান্স
  • একুরেট আউটপুট
  • বেলু ফর মানি

Reasons to avoid/ কেন কিনবেন না!

  • আইফোন সাপোর্টেড না
  • হুয়াওয়ে ফোনের সাথে ও ভালো পারফর্ম করবে না
  • ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 18 ঘন্টা যেটি আপনার এনাফ নাও হতে পারে
  • অ্যান্ড্রয়েড সিক্স এর নিচে ব্যবহার করা যাবে না।
যারা একটু দামের মধ্যে ভালো স্মার্টওয়াচ খুঁজছেন। তাদের জন্য আদর্শ ঘড়ি এটি হতে পারে। এই ঘড়ির ব্যালেন্স ওয়েট রয়েছে যা ব্যবহারে আপনার কাছে মনে হবে না আপনি কিছু হাতে পড়ে আছেন। এ টাকার মধ্যে অসাধারণ ফিচারস পাচ্ছেন যেটি অন্যান্য ওয়াচ গুলোতে আপনি পাবেন না।

তো বন্ধুরা আজকের এই ঘড়িটি রিভিউ আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের জানাবেন। আমরা প্রতিনিয়ত স্মার্ট ওয়াচ স্মার্টফোন এবং ডিজিটাল ডিভাইস এর রিভিউ করে থাকি। আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ে আসার আমন্ত্রণ রইল। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url