কম দামে 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোনের লিস্ট

আমরা যখনই ফোন কিনতে যাই তখন আমাদের পছন্দের কিছু লিস্ট থাকে এবং কিছু phone আমরা মনোযোগ দিয়ে থাকে অনেক ইউজাররা ব্যাটারিকে বেশি প্রচার করে । অনেক ইউজাররা ক্যামেরাকে বেশি পার করে অনেকে আবার প্রসেসর এবং রেফার করে সবদিক মিলিয়ে যদি চিন্তা করেন কম্বিনেশন ফোন কিন্তু অনেক ভালো একটি পারফরম্যান্স দিবে আপনার জন্য সব ফোন কিন্তু সবার জন্য না যে যেভাবে ইউজ করে। যে যেমন ইউজার তার জন্য সঠিক পথ বেছে নাও এটাই হচ্ছে ভালো কাজ তো আজকে যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফোনের ব্যাটারি বড় হওয়া উচিত এমন কিছু রিকোয়ারমেন্ট যুক্ত মানুষের কথা বিবেচনা করে বর্তমানের সব স্মার্টফোনেই কিন্তু ব্যাটারি স্মার্টফোনের দিকে ব্যাটারি কিন্তু খুবই স্মার্ট ভাবে কাজ করে 5000 /4000/ 6000mAh এ ব্যাটারি বর্তমানে ট্রেন্ডিং হয়েছে ।

Samsung Galaxy M12

6 হাজার mAh ব্যাটারি কিন্তু অসাধারণ কাজ করে আর দুইদিন চালানোর ক্ষেত্রে অনায়াসে খুব সহজে চালানো যায়। যারা সারাটা দিন ফোনের উপর নির্ভরশীল অথবা বিজনেস প্রিয় অথবা বড় কোন গেম আর এবং যারা ব্লগিং করে তাদের জন্য কিন্তু 6000mAh এর একটি স্মার্টফোন কিন্তু খুবই ভালো কাজ করে কারণ হচ্ছে । যে এটা যদি 2/3 দিন যায় তাহলে সেটা তো আর কথাই নেই। পাশাপাশি 5000mAh ব্যাটারি ও কিন্তু কম নয় 6000mAh এরচেয়ে 5000mAh ব্যাটারি আমি মনে করি ভালো কারণ হচ্ছে 5000mAh ব্যাটারি ফোন গুলো হাল্কা হয়ে থাকে এবং দিন পর্যন্ত অনায়াসে চালানো যায় নরমাল এবং গেম খেলার সাথে সাথে ডিম থেকে শুরু করে বিভিন্ন ব্লগে ইত্যাদি কাজ করেও মনে করেন যে আট থেকে নয় ঘণ্টা অনায়াসে পাওয়া যায় এবং খুব দ্রুত চার্জ হয় আর যদি মনে করি 4/ 6 হাজারের ভিতরে কিন্তু আমার কাছে 5000 ব্যাটারি কিন্তু খুবই ভালো লাগে ‌। 

চলুন দেখে নেই যে কোন স্মার্টফোনগুলোতে এরকম 6000mh এ ব্যাটারি যুক্ত এবং দামেও কম।

Samsung Galaxy M12 at a glance:

Price: ৳18,499 6/128 GB
Battery: 6000 mAh
Screen: 6.5 inches, 720 x 1600 pixels (~270 ppi density)
Processor: Octa-core – Exynos 850 (8nm)
RAM:  6 GB
Storage:  128 GB
OS: Android 11
Camera: Quad 48+5+2+2 Megapixel
Selfie: 8 Megapixel

স্যামসাং গ্যালাক্সি M 12 যেটির দাম হচ্ছে 18499 টাকা এই ফোনটিতে রয়েছে 6000mh এর ব্যাটারি এবং সাথে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট এটা হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে রেট দেওয়া হয়েছে 90 হার্জ আর প্রসেসর রয়েছে যেটি স্যামসাংয়ের এক্সিনস প্রসেসর সাথে রয়েছে 4 জিবি র্যাম আর ইন্টারনাল স্টোরেজ থাকছে 64gb ফোনের ভিতরে ক্যামেরা কিন্তু খুবই ভালো 48 মেগাপিক্সেল ক্যামেরা 5 মেগাপিক্সেল এর একটি সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেল এর রয়েছে আরও 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে অর্থাৎ পিছনের ক্যামেরা হচ্ছে চারটি এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড্রয়েড ইলেভেন এ কাজ করে ‌।

Infinix Hot 10s at a glance:

Infinix Hot 10s

Price: ৳12,990
Battery: 6000 mAh
Screen: 6.82 inches,720 x 1640 pixels (~263 ppi density)
Processor: Octa-core-MediaTek Helio G85 (12nm)
RAM: 4/6 GB
Storage: 64/128 GB
OS: Android 11
Camera: Triple 48+2 Megapixel+Third, unknown camera
Selfie: 8 Megapixel

এরপরের ফোন দিয়েছে ইনফিনিক্স ।ইনফিনিক্স হট এস এর দাম হচ্ছে 12999 টাকা অর্থাৎ 13 হাজার টাকা এই ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটাতে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও g85 প্রসেসর যেটি গেমিং প্রসেসর ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড ইলেভেন এর অপারেটিং সিস্টেম রয়েছে এবং এটা ট্রিপল ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে তো সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল এর সাথে রয়েছে 6000mh এর ব্যাটারি এবং 10 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে যেটি খুব দ্রুত ফোনটিকে charge করবে।

Redmi 9 Power

Redmi 9 Power

4/64 GB = 15,999/
4/128 GB = 18,999/
Xiaomi Redmi 9 Power at a glance:
Battery: 6000 mAh
Screen: 6.53 inches, 1080 x 2340 pixels (~395 ppi density)
Processor: Octa-core – Qualcomm Snapdragon 662 (11 nm)
RAM: 4 GB
Storage: 64/128 GB
OS: Android 10
Camera: Quad 48+8+2+2 Megapixel
Selfie: 8 Megapixel

রেডমি নাইন পাওয়ার দাম হচ্ছে 15999 টাকা পাওয়ার হ্যান্ডসেটটিতে রয়েছে 6000mh এর ব্যাটারি আর সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার খুব দ্রুত চার্জ হবে এবং এতে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে অক্টা কোর স্ন্যাপড্রাগন 662 প্রসেসর দেওয়া হয়েছে ফোনের ভিতরে ইন্টারনাল মেমোরি রয়েছে 64gb এবং 128gb স্তরেজ রয়েছে ক্যামেরার দিকে ক্যামেরাটা একটু কম 4 মেগাবাইট 48 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল 2 সামনে রয়েছে মেগাপিক্সেল 8 ক্যামেরা।

Xiaomi Poco M3 at a glance:

Xiaomi Poco M3

Price:৳14,999 4/64 GB৳16,499 4/128 GB
৳16,999 6/64 GB
৳17,999 6/128 GB
Battery: 6000 mAh
Screen: 6.53 inches,1080 x 2340 pixels (~395 ppi density)
Processor: Octa core, Qualcomm Snapdragon 662 (11 nm)
RAM: 4 GB
Storage: 64/128 GB
OS: Android 10
Camera: Triple 48+2+2 Megapixel
Selfie: 8 Megapixel

Poco 6 হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে 18 ওয়াট এর ফাস্ট স্টাডিং সাপোর্ট করে এবং পাশাপাশি ফোনে 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে 4 জিবি র্যাম 64 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে স্নাপড্রাগণ 665 প্রসেসর দেওয়া হয়েছে ফটোগ্রাফির কথা বলতে গেলে ফোনের ভিতরে রয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেনসর একটি 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সেলফির জন্য রয়েছে চার মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Realme C25  at a glance:

Realme C25

Price: ৳13,990 4/64 GB
৳14,990 4/128 GB
Battery: 6000 mAh
Screen: 6.5 inches,720 x 1600 pixels (~270 ppi density)
Processor: Octa-core-MediaTek Helio G70 (12 nm)
RAM: 4 GB
Storage: 64/128 GB
OS:  Android 11
Camera: Triple 48+2+2 Megapixel
Selfie: 8 Megapixel

রিয়েলমি C25 এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি পাওয়ার যা হচ্ছে ছয় হাজার এমএএইচ ব্যাটারি সাথে রয়েছে 18 ওয়াট এর ফাস্ট চার্জিং ফোনের ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ভিডিওটা খুবই ভালো ডিসপ্লে। পারফরম্যান্সের দিকে যদি চিন্তা করি তাহলে থাকছে মিডিয়াটেক হেলিও g70 অক্টা কোর প্রসেসর গেমিং প্রসেসর রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে 48 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এর নরমাল ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু হয়েছে সেলফির জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা যেটি খুব ভালো রিয়েল স্টিক ছবি তুলে।

আজকের ইনফরমেশন গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ব্লগের সাথেই থাকবেন এবং ব্লগ টিম সেক্সুয়াল বিষয় অনেক পোষ্ট আছে এগুলো আপনি দেখবেন আশা করি আপনার ভালো লাগবে এবং আপনার শিখনি অনেক কিছু আছে এই ব্লগে অবশ্যই আমাদের সাথে থাকবেন ।ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url