দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন - Best phone under 10000 in Bangladesh

আজকে আমরা শেয়ার করবো বেস্ট স্মার্টফোন 10 হাজার টাকার নিচে।এটি আপনাকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেক হেল্প করবে যারা এখন পর্যন্ত 10 হাজার টাকার নিচে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভাবতেছি এই আর্টিকেলটি ভালো হবে তো আমাদের সাথে থাকেন।

এই বেস্ট স্মার্টফোন গুলোর মধ্যে , আমরা বিবেচনা করেছে ক্যামেরাকে ব্যাটারিকে এবং হচ্ছে স্ক্রীন  Performance এই কিছু বিষয় নিয়ে আমরা একটা আর্টিকেল লিখেছি । আশা করি আপনাদের ভালো লাগবে অনেকের দ্বিমত থাকতে পারে আপনার আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার যদি কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকে।

Top 4 Official phone under 10000 taka

Model                                     Price
  • Realme C11                                 price  8990
  • Xiaomi 9a                                    price 9999
  • Symphony  z30                            price 9790
  • Walton primo h9 pro                    price 9499 Tk

Realme C11

দশ হাজার টাকার মধ্যে সেরা ফোন 2021 Best phone under 10000 in Bangladesh 2021
বাংলাদেশের ভিতরে টপ সেলার ফোন মেনুফেকচারিং কোম্পানি আছে রিয়েল মি।  Realme অনেক ভালো ভাবে বাংলাদেশের ভালো বাজার খেয়েছে এবং আছে অ্যাডভান্স লেভেলের ফোন তৈরি করেছে। অ্যাপল প্রাইসের মধ্যে নিতে এই ফোনটি জুলাই 17 তারিখ 2020 সালে রিলিজ হয় এবং খুবই ভালো এবং এটা খুব সুন্দর একটি দেখতে মনে হয়। Weight এর কথা বলি হচ্ছে 196g। .6.5 inch IPS LCD Display & 5000 mah  ব্যাটারি সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার।

Realme C11 - Full phone specifications

2gb / 32 gb rom
MediaTeck Helio G 35 
13 mp + 2mp Back camera
5 mp front camera
price 8990


Xiaomi 9a

Xiaomi 9a

পরের ফোনটি হচ্ছে শাওমি রেডমি 9a . Mi হচ্ছে বাংলাদেশের ভিতরে এখনো যদি না আসে তারপর বাংলাদেশ থেকে সব এশিয়ার ভিতরে হচ্ছে সবচেয়ে পপুলার শাওমি শাওমি বাংলাদেশের ভালো সেলস রয়েছে তৈরি হচ্ছে এটা খুবই ভালো একটা ফোন গুলো দেখতে অস্থির হয়ে অসাধারণ দেখতে আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে
 মিডিয়াটেকের হেলিও g35 এখানে ব্যবহার করা হয়েছে এবং 2gb রেম এর সাথে থাকছে 32gb রম তো এটার হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা সাথে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামেরা মেগাপিক্সেল ক্যামেরা 5000 ব্যাটারি।

Price:  9999 taka

Xiaomi Redmi 9A - Full phone specifications

Symphony  z30  

Symphony  z30
পরে ফোন করছি সিম্ফোনি g20 বাংলাদেশের লোকাল স্মার্টফোন মেনুফেকচারিং কোম্পানি বিচার স্যামসাং জনপ্রিয় এবং ওয়ালটন জনপ্রিয় তৈরি করেছে. এটিতে রয়েছে 6.24 ডিসপ্লে যেটা হচ্ছে এইচডি প্লাস এবং ক্যামেরার দিকে যদি চিন্তা করি সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল এর প্রাইমারি সেনসর 5 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল ক্যামেরা যেটা খুব ভালো ছবি তুলে আমি আশাবাদী এবং এটার ভিতর অ্যান্ড রান করে এবং octa-core এর প্রসেসর এর কনফিগারেশন করা যাবে 32gb ।
Price : 9790 টাকা

Walton primo h9 pro

Walton primo h9 pro

আমাদের পরের ফোনটি হচ্ছে , ওয়ালটন প্রিমো f9 প্র। এটা হচ্ছে বাংলাদেশে একদম লোকাল মেনুফেকচারিং কোম্পানি বাংলাদেশের যদি বাজে কথা চিন্তা করে ওয়ালটন ছাড়া আর অল্টারনেটিভ হয় না বললেই চলে কিন্তু এখন যায়নি কোম্পানিগুলো বাজেটের ফোন গুলো বের করতেই এ সম্পর্কে যদি বলে এটা 4gb রম 64gb ইন্টার্নাল ক্যাপাসিটি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url